আশিক হোসেন – বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১১:৫০ মিনিটে ঐতিহ্যবাহী পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার সংগলগ্ন আবুল হাসনাত রোডে একটি মালবাহী ট্রাকের চাপায় নিহত হন এক মহিলা ভিক্ষুক। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে গাড়ির চালক ও হেলপার কে ধরতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী জানায়, রাত ১১.৫০ নাগাত গাড়িটি পুরান ঢাকার জেলখানার রাস্তাটি প্রদক্ষিণ করার সময় রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকা ভিক্ষুকটিকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান পাশে থাকা অন্য একটি যাত্রীবাহী রিক্সাকেও ধাক্কা দিলে রিকশাটি উল্টে যায় ভাগ্যক্রমে বেঁচে যান রিকশা চালক ও যাত্রী।
ঘটনাস্থলে উপস্থিত হন চকবাজার মডেল থানা পুলিশ ও ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িটি জব্দ করে চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেন।
সম্পর্কিত সংবাদ
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশের এএসপি হত্যা, ময়মনসিংহে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন।
বিপদে-দুর্যোগে কেউ একা নয়, সরকার আছে সবার পাশে: কে.এম. আব্দুস সালাম