মো: রাসেল, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্রকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অজ্ঞাত আরও দুজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত দুজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে পৌর শহরের মধ্য বাজার মরিচ মহলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় ওসি আরও জানান, এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ, খুব শীঘ্রই এর সাথে জড়িতদের গ্রেফতার করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশের এএসপি হত্যা, ময়মনসিংহে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন।
রাজধানীর পুরান ঢাকায় ট্রাক চাপায় ভিক্ষুক নিহত