হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এক জন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে হেলিকপ্টারে করে উনাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে। আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসা চলাকালিন সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।এর আগে বৃহস্পতিবার রাতে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়
তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (যা হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। এরপর অসুস্থ আহমদ শফীকে মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
সম্পর্কিত সংবাদ
গার্মেন্টেসের স্টাফ বাসে যাত্রী বেশে ডাকাতি, ২ ডাকাত গ্রেফতার, বাস জব্দ
বিপদে-দুর্যোগে কেউ একা নয়, সরকার আছে সবার পাশে: কে.এম. আব্দুস সালাম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মোশাররফ হোসেন আর নেই