রূপসী বাংলা ডেস্ক – করোনা কালে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে উল্লেখযোগ্য বেশ কিছু প্রতিষ্ঠানে কর্মী ছাটাইয়ের মত ঘটনা ছিলো চোখে পড়ার মত।
অন্যদিকে, করোনা কালীন মানবিক সঙ্কটের মধ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুতির নোটিশ প্রদানের ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
সম্প্রতি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যাক্তিগত ভেরিফাইড আইডি থেকে একটি লিখা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
তার ফেসবুক স্টাটাসটি তুলে ধরা হলো-
লাভজনক মিডিয়া প্রতিষ্ঠানগুলো যদি এই করোনাকালে অমানবিকভাবে সংবাদকর্মী ছাটাইয়ের প্রতিযোগিতায় নামেন তাহলে অপেক্ষাকৃত দুর্বল মিডিয়াগুলো কি করবে।
টিআইবি, সিপিডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানটি দেখি কারণে অকারণেই এখতিয়ারের বাইরে গিয়ে মিডিয়ার স্বাধীনতার বিষয় নিয়ে সরব হয়ে উঠে।
কিন্তু সংবাদকর্মীদের অস্তিত্ব যখন বিপন্ন তখনকি বসে বসে তারা ঐ আগুনে আলু পোড়া খাচ্ছেন ? যেন পরে বলতে পারেন সরকার মিডিয়া ধ্বংস করে দিয়েছে।
সংবাদকর্মীরা মিডিয়ার প্রান, তারা বাঁচলে মিডিয়া বাঁচবে।
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
শুভ জন্মদিন তারুণ্যের কন্ঠস্বর আশরাফুল আলম খোকন
ওয়াহিদ মিল্টন অনলাইন এডিটরস কাউন্সিলের সভাপতি নির্বাচিত