আশিক হোসেন – আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকায় তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ, গ্যাস পাইপলাইন সংস্করণ ও স্থানান্তর কাজের জন্য গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
বুধবার (২৬ আগস্ট) তিতাস গ্যাসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দুটি পৃথক শাট ডাউনের একটির জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইরাকি কবরস্থান গলি ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের এবং অন্যটির জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জিয়া সরণি, ধোলাইরপাড়, জুরাইন, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড, জুরাইন মেডিকেল রোড, মীর হাজারীবাগের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।
আর/এন-এস #05
সম্পর্কিত সংবাদ
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পুলিশের এএসপি হত্যা, ময়মনসিংহে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন।
রাজধানীর পুরান ঢাকায় ট্রাক চাপায় ভিক্ষুক নিহত