fbpx
August 6, 2021

Ruposhi Bangla TV

Nation's First IPTV

আইইডিসিআরের নতুন পরিচালক হলেন তাহমিনা শিরীন

নিজস্ব প্রতিবেদক – রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

ডা. তাহমিনা শিরীন এতদিন প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন। এরপর এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে ডা. তাহমিনা শিরীন আইইডিসিআরে কর্মরত আছেন।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আগামী ২০ অগাস্ট থেকে আইইডিসিআরের পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

এর আগে গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন দেয়।

আর/এন-এস #02

Follow me on Twitter

%d bloggers like this: